অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প ঠেকাও প্রস্তাব আটকে দিয়েছে রিপাবলিকান দলের কনভেনশন কমিটি


রিপাবলিকান দলের ষ্টেট প্রাইমারী নির্বাচনে বা ককাসে যারা জয়ী হয়েছেন তাদরকে ছাড়া ক্লিভল্যান্ডে ডেলিগেটরা যেনো অন্য প্রার্থীদেরকে ভোট দিতে পারেন সে বিষয়ক একটি প্রস্তাব আটকে দিয়েছে রিপাবলিকান দলের কনভেনশন কমিটি।

বিশ্লেষকরা বলছেন দলের ১১২ সদস্যের কমিটি ‘নেভার ট্রাম্প’ বা ট্রাম্প ঠেকাও প্রস্তাব বাতিল করেছে। ট্রাম্পের প্রচারণা দলের চেয়ারম্যান পল মেনাফোর্ট ওয়াশিংটন পোষ্টকে বলেছেন প্রার্থী নির্বাচনে দলের নীতি পরিবর্তন করার প্রোয়াস দলকে ধ্ধংস করার পায়তারা ছিল।

টেক্সাসের রিপাবলিকান নেতা, ডেলিগেট ষ্টিফেন মিউনিস্তরী বলেন এটি রাজনৈতিক আত্মহত্যার সামিল হতো।

কিছু বিতর্কিত মন্তব্যের কারনে ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সংখ্যালঘূ সম্প্রদায়, অভিবাসি, নারী এবং বহু রিপাবলিকানের কাছে আগ্রহনযোগ্য হয়ে উঠেছিলেন।

সাবেক প্রেসিডেন্ট বুশ এবং দলের সাবেক প্রেসিডেন্ট প্রার্থীমিট রমনী বলেছেন এ বছর দলীয় কনভেনশনে তারা অংশ নেবেন না। তবে দলের এনডোর্সমেন্ট পেয়েছেন ট্রাম্প।

XS
SM
MD
LG