অ্যাকসেসিবিলিটি লিংক

তিউনিসিয়ায় বিরোধী রাজনৈতিক নেতার হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ চলছে


তিউনিসিয়ার বিরোধী রাজনৈতিক নেতা মোহামেদ ব্রাহমি হত্যাকান্ডের প্রতিবাদে রাজধানী তিউনিসে বিক্ষোভ চলছে। এ বছর দেশটিতে এটি দ্বিতীয় রাজনৈতিক হত্যাকান্ড।

স্থানীয় গনমাধ্যমে প্রচারিত খবরে বলা হয়েছে তিউনিসিয়ার ধর্ম নিরপেক্ষ দল পপুলার কারেন্ট পার্টি নেতা ব্রাহমি বৃহস্পতিবার অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন। তিউনিসিয়ার ইসলামপন্থী সরকারের কড়া সমালোচক ছিলেন ৫৮ বছর বয়সী এই রাজনীতিক।

দেশের মডারেট ইসলামী দল এন্নাহদা পার্টির পক্ষ থেকে এই হত্যাকান্ডের নিন্দা জানিয়ে একে ক্পুরুষোচিত হত্যাকান্ড বলে আখ্যা দেয়া হয়েছে। শুক্রবার শোক দিবসহিসাবে পালন করার ঘোষনা দিয়েছেন দেশের কনস্টিিটউয়েন্ট এ্যাসেম্বলী চেয়ারম্যান।

২০১১ সালে গনবিক্ষোভের অন্যতম নায়ক আরেক ধর্মনিরপেক্ষ রাজনীতিক চোকরী বেলাইদকে এ বছর ফেব্রুয়ারী মাসে হত্যা করা হয়।
XS
SM
MD
LG