অ্যাকসেসিবিলিটি লিংক

তিউনিসিয়ার প্রেসিডেন্ট বলেছেন-সন্ত্রাসবাদের সঙ্গে তিউনিসিয়ার এখন যুদ্ধাবস্থা চলছে-


তিউনিসিয়ার প্রেসিডেন্ট Beji Caid Essebsi (বাযি খায়েদ এসেবসি)আজ বুধবার, দেশের রাজধানী শহরে বিস্ফোরণ ঘটে কমসে কম বারো ব্যক্তি প্রাণ হারানোর একদিন পর, তাঁর আরক্ষা পর্ষদের সঙ্গে জরূরী বৈঠকে মিলিত হযেছেন।

ঐ বিস্ফোরণের আঘাত লাগে দেশটির প্রেসিডেন্ট গার্ড বাহিনীর সদস্যবৃন্দকে নিয়ে যাচ্ছিলো যে একটি বাস তিউনিসের মধ্যাঞ্চল দিয়ে সেই তারই গায়ে।আরক্ষা বাহিনী ও প্রেসিডেন্ট সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে- ঐ বিস্ফোরণ ঘটিয়ে বাসটির ওপর আঘাত হানা হয়- তবে,ওটা কি বোমা ছিলো না বিস্ফোরক সেটা পরিস্কার নয়। প্রেসিডেন্ট এসেবসি তিরিশ দিনের জরুরী অবস্থা ঘোষনা করেছেন তিউনিসিয়ায় এবং রাতভর তিউনিসে কার্ফু বলবত ছিলো। মঙ্গলবারেই জাতিয় টেলিভিসনের মাধ্যমে জাতির উদ্দেশে ভাষন দেবার সময় তিনি বলেন- সন্ত্রাসবাদের সঙ্গে তিউনিসিয়ার এখন যুদ্ধাবস্থা চলছে- এবং চরমপন্থীদের বিরুদ্ধে এ লড়াইয়ে তিনি আন্তর্জাতিক সহযোগীতার আহ্বান জানান।

XS
SM
MD
LG