অ্যাকসেসিবিলিটি লিংক

পোল্যান্ড,ইটালী,জার্মানী,এবং স্পেইনের ১৭ পর্যটকসহ ১৯ জন নিহত হয়েছেন তিউনিসিয়ার মিউযিয়ামে


তিউনিসিয়ার রাজধানীতে সংসদ প্রাঙ্গনের ভেতরে,দেশের সবচেয়ে নামকরা বার্দো মিউযিয়ামে যে শ্বাসরুদ্ধকর ঘটনার উদ্ভব হয় সেই তাতে পোল্যান্ড,ইটালী,জার্মানী,এবং স্পেইনের ১৭ পর্যটকসহ মোট ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিউনিসিয়ার প্রধানমন্ত্রী। আজ বুধবারের, ঐ ঘটনায় - দু’ই বন্দুকধারী আততায়ীই নিহত হয়েছে। দেশটির প্রধান মিউযিয়ামে বন্দুকধারি দূবৃত্তদের হামলার মধ্যে দিয়ে কয়েক ঘন্টাস্থায়ি ঐ ঘটনার সূত্রপাত হয়েছিলো।ঘটনায় এক পুলিশ কর্মিও নিহত হয়েছেন।সংবাদ মাধ্যমে প্রচারিত খবরাখবরে বলা হয়েছে-তিউনিসের সংসদ প্রাঙ্গনের ভেতরে অবস্থিত ঐ বার্দো মিউযিয়ামে গিয়ে ঢোকে স্বয়ংক্রিয় রাইফেল হাতে দু’ই আততায়ী। সেখানে তখন প্রায় এক শ’র মতো দর্শনার্থী পর্যটক ছিলেন।বয়স্ক লোকজন এবং ছোটো ছোটো সব বাচ্চা,তিউনিসিয় আরক্ষা কর্মিদের মদতে ঘটনাস্থল থেকে পালাচ্ছে,এরকম সব দৃশ্য টেলিভিসনের পর্দায় দেখা যায়। ঐ হামলাকারীরা ঠিক কারা সেটা পরিস্কার বোঝা যাচ্ছেনা।সংসদ সদস্যা সাঈদা ঔনিসী টুইটারে বলেন- ঐ সময়টাতে সংসদে উপস্থিত ছিলেন বিচার দফতরের মন্ত্রী, বিচারকবৃন্দ এবং বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা।

XS
SM
MD
LG