অ্যাকসেসিবিলিটি লিংক

ওসমানী শাসন আমলে তুর্কীরা যে আরমেনীয়দের হত্যা করে, জার্মানিতে সেই হত্যাকান্ডকে গণহত্যা বলে আখ্যায়িত করার আইনপ্রস্তাবে ভোট হবে


FILE -People lay flowers at a memorial to Armenians killed by the Ottoman Turks, as they mark the centenary of the mass killings, in Yerevan, Armenia, April 24, 2015.
FILE -People lay flowers at a memorial to Armenians killed by the Ottoman Turks, as they mark the centenary of the mass killings, in Yerevan, Armenia, April 24, 2015.

তুর্কী নেতারা, জার্মানীকে সতর্ক করে দিচ্ছেন যে ওসমানী শাসন আমলে তুর্কীরা যে আরমেনীয়দের হত্যা করে, জার্মান আইন প্রণেতারা যদি সেই হত্যাকান্ডকে গণহত্যা বলে আখ্যায়িত করেন তাহলে তাদের দেশের সঙ্গে সম্পর্কের ক্ষতি হবে।

বৃহস্পতিবার জার্মানির সংসদে এ বিষয়ে ভোট গ্রহণ হবে।

আর্মেনিয়া বলেছে ১৯১৫ থেকে ১৯১৭ সালের মধ্যে ১৫ লক্ষ মানুষকে হত্যা করা হয়। তুরস্ক স্বীকার করে যে লক্ষ লক্ষ আরমেনীয় নিহত হয় কিন্তু তারা এই কথা অস্বীকার করে যে তা গণহত্যা ছিল।

XS
SM
MD
LG