অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কে জরুরী বৈঠক হচ্ছে


A Turkish parliament security man stands guard next to the broken yellow copper doors laid on the ground at the entrance of the assembly hall at the parliament building which was attacked by the Turkish warplanes during the failed military coup last Frida
A Turkish parliament security man stands guard next to the broken yellow copper doors laid on the ground at the entrance of the assembly hall at the parliament building which was attacked by the Turkish warplanes during the failed military coup last Frida

গত সপ্তাহের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরডোয়ান তাঁর জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বুধবার সকালে বৈঠকে বসেছেন।

নিরাপত্তা বৈঠক শেষ হওয়ার পর তিনি তাঁর মন্ত্রী পরিষদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর পর তাঁর একটা গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার কথা।

বুধবার এর আগে তুরস্কের উচ্চ শিক্ষা পরিষদ, শিক্ষাবিদদের বিদেশে সফরের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করে। যারা বিদেশে আছেন তাদের দ্রুত দেশে ফিরে যাওয়ার জন্য তারা আহ্বান জানান।

তুর্কী বার্তা মাধ্যমে বলা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় সারা দেশে ১৫ হাজার দুশো শিক্ষককে এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ৯ হাজার কর্মীকে বরখাস্ত করেছে।

XS
SM
MD
LG