অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কে সেনা বাহিনীর সাবেক প্রধানকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়


তুরস্কে এক আদালত, সেনা বাহিনীর এক সাবেক প্রধানকে যাবজ্জীবন কারাদন্ড এবং বিপুল সংখ্যক মানুষ কে দীর্ঘ মেয়াদের কারাদন্ড দিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা দেশের ইসলামপন্থী সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করেছিলেন।

প্রধানমন্ত্রী রেচেপ তাইয়েপ এরদোয়ানের সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে যাদের বিরুদ্ধে, সেই ২৫০ ব্যক্তির মধ্যে সবচাইতে সুপরিচিত হচ্ছেন সামরিক বাহিনীর অবসর প্রাপ্ত চিফ অফ স্টাফ জেনারেল ইলকেয়ার বাশবু। ওই ষড়যন্ত্রের নাম দেওয়া হয়েছে "Ergenekon"।

বিরোধী Republican People's Party’র তিন সদস্যকে ১২ থেকে ৩৫ বছরের কারাদন্ড দেওযা হয়। অন্যান্য ২১ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

মাইলফলক ও বিভাজন সৃষ্টিকারী এই মামলায় অন্তর্ভুক্ত ছিল সামরিক অফিসার, রাজনীতিক, শিক্ষাবিদ এবং সাংবাদিকরা।
XS
SM
MD
LG