অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কে বাংলাদেশীরা নিরাপদ এবং সুস্থ রয়েছেন: ঢাকায় পররাষ্ট্র দফতর


তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের কারণে হতাহতের ঘটনায় ঢাকায় পররাষ্ট্র দফতর জানিয়েছে, তুরস্কে অবস্থানকারী বাংলাদেশী নাগরিকরা এখন পর্যন্ত প্রাপ্ত খবরাখবর অনুযায়ী নিরাপদে এবং সুস্থ রয়েছেন। বাংলাদেশী নাগরিকদের সতর্কতার সাথে, জনসমাগম ঘটে এমন এলাকায় গমনাগমন থেকে বিরত থেকে চলাচল করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় তাগিদ দিয়েছে।
এদিকে, তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থান বিষয়ে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আবরার চৌধুরী। তিনি বলেছেন, তুরস্কের ভূ-নিরাপত্তাগত অবস্থানের কারণে এই সেনা অভ্যুত্থান চেষ্টা অভ্যন্তরীণ, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে সুদূর প্রসারী প্রতিক্রিয়া ফেলবে। বিশ্লেষকরা বলছেন, ব্যর্থ সেনা অভ্যুত্থান হলেও সাম্প্রতিক ঝঞ্ঝা বিক্ষুব্ধ অঞ্চলটিতে এই ঘটনার মধ্যদিয়ে দেশটিকে নাজুক পরিস্থিতি মোকাবেলা এবং জটিল এক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।...ঢাকা থেকে আমীর খসরু

XS
SM
MD
LG