অ্যাকসেসিবিলিটি লিংক

আজ মঙ্গলবারের এক বোমা বিস্ফোরণে ইস্তাম্বুলে কমসে কম দশ ব্যক্তির মৃত্যু


তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়ীপ এরদোয়ান বলেছেন- আজ মঙ্গলবারের যে বোমা বিস্ফোরণে ইস্তাম্বুলে কমসে কম দশ ব্যক্তির মৃত্যু হয়েছে- যাতে জখম হয়েছে অপর পনেরো জন, সেটা সিরিয়ার এক আত্মঘাতি বোমাবাজেরই কাজ বলে ধারণা করা হচ্ছে।

এরদোয়ান টেলিভিশনে প্রচারিত ভাষনে ঐ বিস্ফোরণ হামলায় ধিক্কার ব্যক্ত করে বলেন- নিহতদের ভেতর তুর্কি নাগরিক রয়েছেন- রয়েছেন বিদেশি লোকজনও।এ বিস্ফোরণ ঘটেছে ইস্তাম্বুলের ঐতিহাসিক সুলতানআহমেত মহল্লায় – এবং ওখানটাতেই রয়েছে ব্লু মসজিদ ও হ্যাগা সোফিয়ার মতো পরম দর্শনীয় স্থানগুলো,পর্যটকদের জন্যে যা কিনা বিশেষভাবে আকর্ষনীয়।প্রত্যক্ষদর্শিরা বলছেন-প্রচন্ড শব্দের ঐ বিস্ফোরণে গোটা এলাকাটা কেঁপে ওঠে দারুন ঝাঁকুনিতে।

ঐ বিস্ফোরণ হামলার পর পরই প্রধানমন্ত্রী দাভূতোঘলু জরূরী ভিত্তিতে নিরাপত্তা বৈঠক ডাকেন।সেই অক্টোবরে রাজধানী আঙ্কারার একটি ট্রেন স্টেশানের বাইরে শান্তি-কামিদের সমাবেশে জোড়া বোমার হামলায় শতাধিক মানুষের প্রাণ বিনাশের পর থেকেই তুরস্কে সতর্কাবস্থা বহাল রয়েছে।এ বছর আঙ্কারায় নব বর্ষের উৎসব আয়োজনও বাতিল করা হয়-আত্মঘাতি বোমা হামলা চালাতে পারে সন্দেহে দু’ই ইসলামিক স্টেইট সদস্য পাকড়াও হওয়ার পর থেকে।উল্লেখ্য, সিরিয়ায়, ইসলামিক স্টেইট জঙ্গিদের নিশানা করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে বিমান অভিযান চালানো হচ্ছে,তুরস্কের বিমান বহরও তাতে অংশ নিচ্ছে।

XS
SM
MD
LG