অ্যাকসেসিবিলিটি লিংক

কেরি তুরস্ককে শৃঙ্খলা পুনর প্রতিষ্ঠার সময় বাড়াবাড়ি না করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন


A police special forces member stands guard on a street in Istanbul, Turkey, July 18, 2016.
A police special forces member stands guard on a street in Istanbul, Turkey, July 18, 2016.

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সোমবার বলেছেন তুরস্কে যারা সামরিক অভ্যুত্থানের চেষ্টা চালায় তাদের বিচার করা হোক সেটা তিনি সমর্থন করেন কিন্তু দেশে শৃঙ্খলা পুনর প্রতিষ্ঠার সময় বাড়াবাড়ি না করার বিষয়ে তিনি সরকারকে সতর্ক করে দেন।

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে কেরি বলেন, "আমরা নির্বাচিত নেতৃত্বের পাশেই আছি। কিন্তু আমরা তুরস্কের সরকারের প্রতি দৃঢ় আহ্বান জানাচ্ছি দেশের সর্বত্র যেন তারা শান্ত ও স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখে।”

তিনি আরও বলেন “আমরা তুরস্কের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন দেশের গণতান্ত্রিক সংগঠনগুলো এবং আইনের শাসনের প্রতি সর্বচ্চো মর্যাদা দেন।”

রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে ৮৭৭৭ অফিসারকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে এবং বিচার বিভাগের এবং সামরিক বাহিনীর ৬ হাজার সদস্যকে আটক করা হয়েছে, শুক্রবারের ব্যর্থ অভ্যুত্থানের প্রচেষ্টার পর।

XS
SM
MD
LG