অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কে সেনা অভ্যুত্থানটি ছিল দেশের বাইরে থেকে করা পরিকল্পনা- এরদোয়ান


তুরস্ক সরকারের বিরুদ্ধে ব্যার্থ সেনা অভ্যুত্থানটি ছিল দেশের বাইরে থেকে করা পরিকল্পনা; আবারো একথা বললেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান।

টেলিভিশনে দেয়া ভাষণে এরদোয়ান বলেন, “এর যারা পরিকল্পনাকারী তারা বহির্বিশ্বের”।

সেনা অভ্যুত্থানের পেছনে দুই দশক যুক্তরাষ্ট্রের বসবাসকারী এরদোয়ানের বিরোধীতাকারী নেতা ফেতুল্লাহ গুলেনের হাত থাকতে পারে এমন ইংগিত করেন এরদোয়ান। তবে যে কোনো ধরনের আন্দোলনের সঙ্গে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করেন গুলেন। ৭৫ বছর বয়সী গুলেনকে তুরস্কে ফেরত দেয়ার জন্যে যুক্তরাস্ট্রের প্রতি অনুরোধ জানিয়েছে যুক্তরাস্ট্র।

ঐ ভাষনে এরদোয়ান সন্ত্রাসীদেরকে সহগযোগীতা করার জন্য পশ্চিমা বিশ্বকে দায়ী করে বলেন, “দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমা বিশ্ব সন্ত্রাসবাদে সহযোগীতা করছে এবং অভ্যুত্থান পরিকল্পনাকারীদের সাহয়তা করছে। যাদেরকে আমরা বন্ধু ভাবী তারা অভ্যুত্থান পরিকল্পনা কারী ও সন্ত্রাসীদের পাশের দাঁড়িয়েছে”।

১৫ই জুলাই অভ্যুত্থান ভ্রঅর্থ হবার পর থেকে তুরস্কে ৫০ হাজার মানুষ চাকুরীচ্যুত হয়েছেন; গ্রেফতার করা হয়েছে ১৮ হাজার জনকে।

XS
SM
MD
LG