অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কে বোমা বিস্ফোরণে ৮জন নিহত এবং ১’শর বেশী আহত   


তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম জানিয়েছে, শুক্রবার দক্ষিণপূর্বাঞ্চলের শহর দিয়ারবাকিরে একটি গাড়ী বোমা বিস্ফোরণে অন্তত ৮জন নিহত এবং আরও ১’শর বেশী মানুষ আহত হয়েছে।

তুরস্ক পার্লামেন্টে দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের আইন প্রণেতা যারা কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টির নেতা তাদেরসহ ১১ জনকে রাতে গ্রেপ্তার করার পর পুলিশ ষ্টেশনের কাছে ঐ আক্রমণের ঘটনাটি ঘটে। সন্ত্রাস সম্পর্কিত অভিযানের তদন্তের অংশ হিসেবে ঐ রাতে তুরস্কব্যাপী অভিযান চালিয়ে বামপন্থী এবং প্রগতিশীলদেরও আটক করা হয়।

দিয়ারবাকির শহরের গভর্নরের দপ্তর থেকে বলা হয়েছে বেআইনি ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে ঐ আক্রমণের দায়িত্ব স্বীকার করেছে। তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে পিকেকে তিন দশক ধরে বিদ্রোহ করছে।

XS
SM
MD
LG