অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্ক সিরিয়ায় ইসলামিক স্টেট ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালালো


তুরস্ক বলেছে ইসলামিক স্টেট জঙ্গী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের আংশ হিসাবে তারা ঐ জঙ্গী দলের ঘাটি লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে।

শুক্রবার তুরস্কের দিয়ারবাকির থেক তিনটি F-16s যুদ্ধ বিমান তুরস্কের সীমান্ত সংলগ্ন কিলিস শহরে ইসলামিক স্টেট জঙ্গী ঘাটি লক্ষ্য কজরে আক্রমন চালায়।

এক সংবাদ সম্মেলনে তুরস্কের প্রধানমন্ত্রী Davutoglu বলেন তুরেস্কের ওপর হামলায় তার সরকার চুপ করে থাকবে না। তুরস্কের সীমান্ত নিরাপদ রাখতে তারা বদ্ধপরিকর উল্লেখ করে, তিনি বলেন তুরস্কের সেনা বাহিনি আজ জঙ্গী ঘাটি লক্ষ্য করে একশতভাগ সফলাতায় আক্রমন চালিয়ে তাদেরেক ধ্বংস করে দিয়েছে।

এই প্রথম তুরস্ক সিরিয়ায় ইসলামিক স্টেট ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালালো।

XS
SM
MD
LG