অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া-ইরাক সংঘাত আলোচনার জন্যে তুরস্কের অনুরোধে নেটো নেতৃবৃন্দ আলোচনায় বসেন ব্রাসেলসে


সিরিয়া ও ইরাক সংঘাত নিয়ে আলোচনার জন্যে তুরস্কের অনুরোধে নেটো নেতৃবৃন্দ আজ আলোচনায় বসেন ব্রাসেলসে। রুদ্ধ দুয়ার ঐ বৈঠকের আগে নেটো মহাসচীব জেন্স স্টোলটেনবার্গ এই হালেই সিরিয়া সীমান্ত সংলগ্ন তুরস্কের দক্ষিনাঞ্চলবর্তী ভূখন্ডে যে প্রাণঘাতি হামলা হয় তার জন্যে সমবেদনা ব্যক্ত করেন। আমরা আমাদের মিত্র শক্তি তুরস্কের সঙ্গে সংহতি প্রকাশ করে তার পাশে রইবার প্রত্যয় ব্যক্ত করছি – বলেন তিনি।

এর আগে,তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান সিরিয়া এবং ইরাকে ইসলামিক স্টেইট জঙ্গি ও কুর্দি বিদ্রোহিদের বিরুদ্ধে পরিচালিত অভিযান জোরে শোরে চালিয়ে যাওয়ার কথায় প্রত্যয় ব্যক্ত করেছেন । ইতিমধ্যে নেটো জোট বিষয়টি নিয়ে আলোচনার জন্যে আজকেই জরূরী বৈঠকে মিলিত হয়েছে।

মি:এরদোয়ান সরকারী সফরে চীনের উদ্দেশে রওনার আগে আঙ্কারা বিমান বন্দরে অনুষ্ঠিত সাংবাদিক অবহিতকরণ সমাবেশে বলেন- সন্ত্রাস বিরোধী অভিযানে আমাদের পিছূ হঠবার কিছু নেই। এই যে প্রক্রিয়া চলছে এটা ঐ একই উদ্যমে-প্রত্যয় দৃপ্ত সংকল্পে, চলবে লাগাতার।

নেটো জোটের নেতৃবর্গও প্রয়োজনিয় পদক্ষেপ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মি:এরদোয়ান।

XS
SM
MD
LG