অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কের দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে


মঙ্গলবার, ইস্তাম্বুলের তাকসিম চত্বরে তুরস্কের দাঙ্গা পুলিশ ব্যারিকেড ভেঙ্গে ঢুকে পড়ে এবং শত শত বিক্ষোভকারীর ওপর কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।
পুলিশ প্রত্যুষের পর তাকসিম চত্বরে ঢোকে। সেখানে গত ১০ দিন ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। কয়েকজন বিক্ষোভকারী পুলিশং লোক্ষ্য করে ইট-পাথর, আতশবাজি ও বোমা ছুঁড়ে মারে।
বেশিরভাগ বিক্ষোভকারী পালিয়ে, পাশের গেজি পার্কে আশ্রয় নেয়। আপাতত সেখান থেকেই তাঁরা সরকার বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে।
তুরস্কের প্রধান মন্ত্রী রাগেব তাইয়িব এরদোয়ান মঙ্গলবার বলেছেন, তুরস্কের ভাবমূর্তি ও অর্থনীতি ধ্বংস করাই বিক্ষোভকারীদের উদ্দেশ্য।
XS
SM
MD
LG