অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কের সাংবিধানিক সংস্কারে একনায়ক প্রতিষ্ঠার পথ সুগম হবে


তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান আজ শুক্রবার এক সাংবিধানিক সংস্কার বিল অনুমোদন করেছেন। এই বিলের অধীনে প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধির জন্য একটি জাতিয় গণভোট অনুষ্ঠানের আয়োজন করা হবে।

রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি-তেএকজন উপ প্রধান মন্ত্রী নোমান কুরতুলমুস বলেছেন ১৬ই এপ্রি্লে বিষয়টির ওপরে গণভোট হবে বলে ধারণা করা হচ্ছে।

সরকার বলছেন, এই পরিবর্তনের ফলে প্রধানমন্ত্রীর অফিস বাতিল হয়ে যাবে এবং নেতৃত্বদান আর কার্যকর করার নিশ্চয়তা থাকবে, তবে এর ফলে এক নায়ক তন্ত্র শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পথও সুগম হতে পারে। ঐ বিলের অধীনে প্রেসিডেন্ট পার্লাম্যান্ট বাতিল করে দেওয়ার ক্ষমতা রাখবেন।

XS
SM
MD
LG