অ্যাকসেসিবিলিটি লিংক

জুলাই থেকে তুরস্কের কুর্দি অঞ্চলে নারী, শিশু ও বৃদ্ধসহ ১৫০ জন মারা যান


কুর্দি জঙ্গীদের ওপর তুরস্ক সরকারের দমন অভিযানের ফলে আরো যে হাজার হাজার মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছে তাতে উদ্বেগ প্রকাশ করে এর কড়া সমালোচনা করেছে এ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল।

সরকার ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি PKK এর মধ্যে থাকা যুদ্ধ বিরতি চুক্তি লংঘন করে, গত জুলাইতে তুরস্ক বাহিনী নতুনভাবে দক্ষিনপূর্ব তুরস্কে কুর্দি অধ্যুষিত এলাকায় বিমান হামলা এবং ভুমিতে হামলা চালায়।

যদিও প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন PKK সন্ত্রাসীদের সমূলে বিনাশ করার লক্ষ্য নিয়ে ওই অভিযান চালানো হয়। কিন্তু এর ফলে ঐ অঞ্চলের বহু অসামরিক লোক মারা যান। ১৯৮৪ সাল থেকে তুরস্ক সরকার ও PKK যুদ্ধে ৪০ হাজার জন মারা গেছেন।

এ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল প্রকাশিত এক রিপোর্ট বলা হয় গত জুলাই থেকে ঐ অঞ্চলে নারী, শিশু ও বৃদ্ধসহ মোট ১৫০ জন মারা যান।

লন্ডন ভিত্তিক সংগঠনটি জানায় আবাসিসক এলাকায় ভারী অস্ত্রের এই সেনা হামলা স্থানীয়দের জীবন মারাত্মক হুমকীর মুখে ফেলেছে।

এদিকে এ মাসের গোড়ার দিকে কুর্দিদের ওপর হামলা বন্ধে এক আবেদনে স্বাক্ষর করার দায়ে ১৮ জন শিক্ষাবিদকে গ্রেফতার করেছের তুরস্ক সরকার। ওই আবেদনে যুক্তরাষ্ট্রের বামপর্ন্থী রাজনীতি বিশ্লেষক নোয়াম চমস্কিসহ দেশি বিদেশী ১২০০ জনের স্বাক্ষর রয়েছে।

XS
SM
MD
LG