অ্যাকসেসিবিলিটি লিংক

বুধবার তুরস্কে ভয়েস অব আমেরিকার দুই সাংবাদিক প্রহৃত হয়েছেন


বুধবার তুরস্কে ভয়েস অব আমেরিকার দায়িত্ব পালনরত দুই সাংবাদিক প্রহৃত হয়েছেন।

জানা গেছে বুধবার তুরস্কের মিদিয়াতে বোমা হামলার ঘটনার ভিডিও চিত্র ধারন করছিলেন তার্কিশ সার্ভিসের সংবাদদাতা মাহমুত বোজারস্লান। এ সময় একদল তরুন তাকে ক্যামরা বন্ধ করার নির্দেশ দেয়; তারা তাকে মারধোর করে এবং ক্যামেরা ভেঙ্গে ফেলে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

একই স্থানে কর্তব্যপালনরত কুর্দিশ সার্ভিসের রিপোর্টার হাতিস কামেরেকে একদল তরুন, ভিডিও ক্যামেরা বন্ধ করার নির্দেশ দেয়। তিনি তা না করলে তারা তার প্রতি ইট পাথর ছুঁড়ে আহত করে।

এই ঘটনার নিন্দা জানিয়ে ভয়েস অব আমেরিকার পরিচালক এ্যামান্দা বেনেট বলেন, “ভয়েস অব আমেরিকার সাংবাদিকদের ওপর হামলা গ্রহন করার মত ঘটনা নয়”। তিনি তুরস্ক সরকারের প্রতি ঐ ঘটনায় জড়িতদের শাস্তি দেয়ার দাবী জানান।

ব্রডকাস্টিং বোর্ড অব গভর্ণর্স বিবিজি’র সিইও এবং পিরচালক জন এফ ল্যান্সিং এক বিবৃতিতে হামলাকারীদের শায়েস্তা করতে তুরস্কে আইনের শাষন প্রয়োগের আহবান জানান।

XS
SM
MD
LG