অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্ক সিরিয়ায় এক ঐতিহাসিক মাজার শরিফ থেকে রক্ষীসেনাদের অপসারণ করে, দামেস্ক তাতে ক্রুদ্ধ


Turkey Syria
Turkey Syria

তুরস্ক শনিবার রাতে এক সামরিক কার্যব্যবস্থার মাধ্যমে সিরিয়ার উত্তরাঞ্চলে এক ঐতিহাসিক মাজার শরিফ থেকে বিপুল সংখ্যক সেনাকে এবং সুলাইমান শাহের দেহাবশেষ অপসারণ করে। দামেস্ক তুরস্কের ওই অভিযানকে আগ্রাসী অভিযান বলে আখ্যায়িত করে।

তুরস্কের যে প্রায ৪০জন সেনা সুলাইমান শাহের মাজার সুরক্ষা করছিল, তাদের উদ্ধার করার জন্য আংকারা ভারী অস্ত্র সহ ট্যাংক বহর সীমান্তের ওপারে পাঠায়। অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম ওসমান-এর দাদা সুলাইমানের মাজার সুরক্ষার জন্য তুরস্ক ওই সেনাদের সেখানে মোতায়েন করে কারণ সাম্প্রতিক মাসগুলোতে ইসলামিক স্টেটের জঙ্গিরা ওই এলাকার চতুর্দিকে অগ্রসর হয়।

তুর্কী কর্মকর্তারা বলেছেন অভিযান সফল হয়েছে কিন্তু দুর্ঘটনায় এক সৈনিক নিহত হয়। তুর্কী সীমান্তের কাছে Esmesi শহরের কাছে মাজার শরিফ স্থানান্তরিত করা হয়।

XS
SM
MD
LG