অ্যাকসেসিবিলিটি লিংক

তুরষ্কের সশস্ত্র বাহিনীর প্রধানের হু^শিয়ারী বার্তাঃ সিরিয়া আবার যদি গোলা বর্ষণ করে তার জবাব হবে শক্ত



তুরষ্কের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন যে সিরিয়া যদি সীমান্তের ওপারে গোলা বর্ষণ অব্যাহত রাখে তাহ’লে সমরিক বাহিনী তার জবাব শক্ত হাতে দেবে।

জেনারেল নেকডেট ওযেল তুরস্ক সীমান্ত সংলগ্ন আকাকালের গ্রামটিতে সিরিয়ার গোলার আঘাতে যে ৫জন নিহত হয় সেই এলাকা পরিদর্শণ করার পর বুধবার ঐ শতর্ক ঘোষনা দেন। তুরষ্ক ঐ আক্রমনের পাল্টা জবাবে সিরিয়ার ওপর টানা ৬ দিন গোলা বর্ষণ করে।
ইস্তানবুলে ইসলামিক সহযোগীতা সংস্থার বৈঠকে তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান সিরিয়া সরকারের সমালোচনা করে বলেছেন, “এই সরকারের কাজই হচ্ছে মানব সভ্যতাকে এবং সারা মুসলিম বিশ্বকে আঘাত করা”।

এরদোয়ান বলেন, নিরানব্বুই হাজার সিরিয়ান শরনার্থী বর্তমানে তুরষ্কে অবস্থান করছে। এবং শরনার্থীর সংখ্যা আরো বারবে বলেই তিনি আশা করছেন।
XS
SM
MD
LG