অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কের প্রেসিডেন্ট সেখানে জোট সরকার গঠনের আহ্বান জানিয়েছেন


তুরস্কে রোববার সংসদ নির্বাচনের হতাশাব্যঞ্জক ফলাফলের পর প্রেসিডেন্ট রেজেপ তাইব এরদোয়ানকে এই প্রথম টেলিভিশনের পর্দায় দেখা গেল। ঐ নির্বাচনে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হন ।

বৃহস্পতিবার তুর্কি টেলিভিশনে দেওয়া বক্তব্যে মি এরদোয়ান , তুরস্কের সব রাজনৈতিক দলকে তাদের মধ্যকার মতপার্থক্য , কিংবা যাকে তিনি বলছেন অহংবোধ বাদ দিয়ে, সেখানে একটি জোট সরকার গঠনের আহ্বান জানান।

২০০৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তুরস্কের প্রধানমন্ত্রী মি এরদোয়ান তাঁর একেপি পার্টির পক্ষে জোর নির্বাচনী প্রচার অভিযান চালিয়েছিলেন যাতে করে তিনি এমন একটি নতুন সংবিধান তৈরি করে যার ফলে তিনি প্রেসিডেন্ট হিসেবে সর্বময় ক্ষমতার অধিকারী হন । কিন্তু তাঁর দল আসন হারায় এবং মনে করা হচ্ছে এই ফলাফল তাঁর নিজের কর্তৃত্বের উপর বড় রকমের আঘাত।

বুধবার মি এরেদায়ানের সঙ্গে বৈঠকের পর একজন শীর্ষ বিরোধী বিধায়ক সংবাদদাতাদের বলেন যে প্রেসিডেন্ট নতুন সরকার গঠনের জন্যে সব ধরণের সম্ভাব্য জোট গঠনের ব্যাপারটি খোলা মন নিয়ে দেখছেন।

.তবে সম্ভাব্য জোট সরকার গঠন যদি ব্যর্থ হয় , তা হলে মি এরদোয়ান আরেকটি সংসদ নির্বাচন দিতে পারেন।

XS
SM
MD
LG