অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান ও নেটো বাহিনীর মধ্যে যুদ্ধে দুজন নিহত


আফগানিস্তানের জাতীয় সামরিক বাহিনীর এক সেনা নেটো পরিচালিত সেনাদের ওপরে গুলি চালিয়েছে একজনকে হত্যা করেছে এবং পালটা গুলিতে ঐ সেনাও প্রান হারায় । আফগানিস্তানের পূর্বাঞ্চলে ঐ আক্রমণের ঘটনা ঘটে।

রেজোলুট সাপোর্ট মিশনের দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে জালালাবাদের ঐ ঘটনায় নেটোর রেজোলুট সাপোর্টের এক সেনা নিহত হয়।

বিবৃতিতে আরো বলা হয়েছে যে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আক্রমনের কারন এখনও অজ্ঞাত।

নাংগাহার প্রদেশের পুলিশ প্রধান জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তা এবং পূর্বাঞ্চলের প্রদেশগুলোর ৪জন গভর্নারের মধ্যে নিরাপত্তা বিষয় এবং অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা শেষ হবার পর জালালাবাদ গর্ভর্নারের বাস ভবন চত্বরে হামলাটি ঘটে।

XS
SM
MD
LG