অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপাইনের টাইফুন দূর্গতদের সাহায্যে বিপুল অগ্রগতি অর্জন



ফিলিপাইনের মধ্যাঞ্চলে টাইফুন বিদ্ধস্ত প্রত্যন্ত এলাকায় আন্তর্জাতিক ত্রাণ সামগ্রী আরও ব্যাপক ভাবে সরবরাহ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হেলিকপ্টার বহর দূর্গম এলাকায় খাদ্যা, পানি ও ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। দশদিন আগে টাইফুন হায়ান সেখানে প্রচন্ড আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের সামরিক হ্যলিকপ্টার যোগে সোমবার খাদ্য পানি এবং অন্যান্য ত্রাণ সামগ্রী লেইটে দ্বীপ এবং আরো অন্যান্য দূর্গম এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এপর্যন্ত যুক্তরাষ্ট্রের ত্রাণ কার্যক্রমের আওয়ায় ১১ টন ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে এবং ৮ হাজারের বেশি দূর্গত মানূষকে হ্যালিকপ্টারে যোগে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। আমেরিকার প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের ১২শ সেনা ফিলিপাইনের সাহায্যে নিয়োজিত রয়েছে।

বিমানবাহী নৌযান “USS George Washington" থেকেই হেলিকপ্টার মিশন পরিচালনা করা হচ্ছে।

জাতি সংঘের মানবিক সাহায্য ও সহযোগিতা সংস্থা জানিয়েছে যে ত্রাণ কর্মকর্তারা বিদ্বস্ত এলাকার মানুষের কাছে পৌঁছাতে বিপুল অগ্রগতি লাভ করেছেন।
XS
SM
MD
LG