অ্যাকসেসিবিলিটি লিংক

টাইফুন হাইয়ানে মৃতের সংখ্যা ৩৬২১ জনে উন্নীত


এক সপ্তাহ আগে ফিলিপাইনের ওপর দিয়ে বয়ে যাওয়া টাইফুন হাইয়ানের আঘাতে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৩ হাজার ৬শ ২১ জনে উন্নীত হয়েছে। ফিলিপাই সরকার টাইফুন উপদ্রুত এলাকায় ক্ষতিগ্রস্থতের সহায়তায় সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

ইন্টেরিয়র সেক্রেটারী মার রোক্সাস বলেছেন ক্ষতিগ্রস্থদের কাছে দ্রুত সাহায্য পৌছানো এখন সবচেয়ে জরুরী প্রয়োজন। শুক্রবার সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা ট্যাকলোবানে সফরকালে তিনি বলেন প্রত্যন্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থার অসুবিধার কারনে বহু মানুষ অসহায় অবস্থায় সময় কাটাচ্ছেন। যত দ্রুত এবং যতো বেশ সম্ভব সাহায্য তারে কাছে পৌছানো দরকার।

যুক্তরাস্ট্রের নৌবাহিনী ত্রান দল বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় ত্রান কার্যক্রম শুরু করেছেন।ট্যাকলোবান এলাকায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বহনকারী জাহাজ জর্জ ওয়াশিংটন ইতিমধ্যেই ত্রান অভিযান শুরু করেছে। চিকিৎসা জাহাজ ইউএসএস মার্সি ফিলিপাইনের উদ্দেশ্যে ছাড়ার অপেক্ষায় রয়েছে। ম্যানিলার যুক্তরাষ্ট্র দূতাবাস কর্মকর্তারাও ত্রান কার্যক্রম সমন্বয় করার কাজ করছেন।
XS
SM
MD
LG