অ্যাকসেসিবিলিটি লিংক

লন্ডনে ছুরিকাঘাতে এক মার্কিন নাগরিক নিহত


জঙ্গি হামলা প্রতিহত করতে লন্ডনের রাস্তায় সশস্ত্র পুলিশ নামানোর কয়েক ঘন্টার মধ্যেই ব্যস্ততম এলাকা রাসেল স্কয়ারে এক যুবক ছুরি নিয়ে হামলা চালায়। বুধবার রাতে ১৯ বছরের এই যুবকের উপর্যপুরি ছুরিকাঘাতে ৬০ বছর বয়স্ক এক আমেরিকান মহিলা নিহত হন। লন্ডনের সহকারি পুলিশ কমিশনার মার্ক রাউলি এই তথ্য নিশ্চিত করেছেন।

সোমালি বংশোদ্ভূত নরওয়ের এই যুবকের অব্যাহত ছুরিকাঘাতে জখম হন আরও পাঁচ জন। এর মধ্যে আমেরিকা, বৃটেন, ইসরাইল ও অস্ট্রেলিয়ার নাগরিক রয়েছেন। এ ঘটনায় লন্ডনের সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুরুর দিকে এটা জঙ্গি হামলা হতে পারে এমন আশঙ্কাই করা হয়েছিলো।

সহকারি পুলিশ কমিশনার বলেছেন, আটককৃত যুবক জঙ্গি নয়, সে একজন মানসিক রোগী।

ব্যস্ততম এলাকা রাসেল স্কয়ারের কাছে ট্যাবিস্টক স্কয়ারে ২০০৫ সালের ৭ই জুলাই এক বিস্ফোরণে ৫২ জন নিহত হন।

উল্লেখ্য যে, বুধবার সকাল থেকেই জঙ্গি তৎপরতা রুখতে প্রথমবারের মতো রাস্তায় রাস্তায় সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়। এর মধ্যেই এ হামলা পুলিশ কর্মকর্তাদের চিন্তার মধ্যে ফেলে দেয়।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যার বার্নাড হোগান হাও বলেছেন, সহিংসতার ঘটনাগুলো উপেক্ষা করা হবে বোকামি।

লন্ডনের মেয়র সাদিক খান জনগনকে সতর্ক ও শান্ত থাকতে বলেছেন। লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরী।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG