অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপীয় ইউনিয়নে থাকা, না থাকার বিষয়ে গণভোট চলছে ব্রিটেনে


ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকবে কী না, সে বিষয় সিদ্ধান্ত নিতে আজ ব্রিটেনবাসী এক গণভোটে অংশ নিচ্ছে। এই গণভোটে বিবেচ্য বিষয়গুলো হচ্ছে অভিবাসন, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ব্রিটেনের অর্থনৈতিক ভবিষ্যৎ।

দিনের শুরুতে বৃষ্টিমুখর লন্ডনে অনেকেই ভোট দিতে গেছেন। গোটা বিষয়টিই শান্তির আদর্শে দেখা হচ্ছে, যার ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়।

জনমত জরিপে দেখা যাচ্ছে যে, দু'পক্ষের মধ্যে তুমুল প্রতিযোগিতা হবে। মনে করা হচ্ছে, দু'মাসের তীব্র প্রচার অভিযানের পর আজ এই স্পর্শকাতর ভোটে বহু লোক অংশ নেবেন। অভিবাসন হচ্ছে সব চেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু এবং বলা হচ্ছে ২০০০ সাল থেকে সেখানে অভিবাসীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ই.ইউতে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি দশ নম্বর ডাউনিং স্ট্রিটের কাছে আজ বৃহস্পতিবার খুব ভোর বেলা তাঁর ভোট দেন। বৃহস্পতিবার তিনি সেই সব ভোটদাতাদের ই.ইউ তে থাকার পক্ষে বোঝান, যারা তখনও তাদের মন স্থির করেনি। তিনি বলেন, সংস্কার সাধনের পর ইউরোপীয় ইউনিয়নে আমরা আরও শক্তিশালী হয়েছি, আরও ভালো অবস্থানে আছি।

XS
SM
MD
LG