অ্যাকসেসিবিলিটি লিংক

৯১১ এর অপারেটরের সঙ্গে মতিনের ফোনালাপের অনুলিপি প্রকাশিত


এফবিআই এর তথ্য অনুযায়ী, ফ্লোরিডার অরল্যান্ডো হত্যাকান্ডের বন্দুকধারী জরুরি অবস্থা কর্তৃপক্ষের সঙ্গে ফোনে প্রাথমিক ভাবে আরবি ভাষায় কথা বলেছে এবং নিজেকে 'ইসলামি সৈনিক' হিসাবে পরিচয় দিয়েছিল।

সোমবার প্রকাশিত অনুলিপি অনুযায়ী, বন্দুকধারী ১২ জুন খুব ভোরের দিকে পালস নাইটক্লাব থেকে ৯১১ এর অপারেটরকে যখন ফোন করে, তখন তিনি বলে- “আমি অরল্যান্ডোতে আছি এবং আমি গুলি বর্ষন করেছি।“

ইসলামিক স্টেট এবং তার নেতা আবু বকর আল বাগদাদির প্রতি মতিনের অঙ্গীকার রয়েছে বলে কর্তৃপক্ষ যে বলেছিল, তা সরাতে অনুলিপি অনেক বেশি মাত্রায় সম্পাদন করা হয়েছে। কর্তৃপক্ষ অনুলিপির অডিও প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে।

তদন্তকারীরা, মতিনের উদ্দেশ্য কি ছিল তা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

XS
SM
MD
LG