অ্যাকসেসিবিলিটি লিংক

রুশ বিমানে বোমাই হতে পারে বিধ্বংসের কারণ : ব্রিটিশ প্রধানমন্ত্রী


ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলছেন তিনি বিশ্বাস করেন যে খুব সম্ভবত বোমা বিস্ফোরণেই রুশ বিমানটি মিশরের সাইনাই উপদ্বীপে বিধ্বস্ত হয়। ঐ ঘটনায় বিমান আরোহী ২২৪ জনের সকলেই নিহত হয়।

আজ লন্ডনে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এল সিসির সঙ্গে আলোচনার আগে ক্যামেরন এ কথাও বলেন যে এই বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে বিশেষজ্ঞরা এখনও নিশ্চিত নন।

মিশর ও রুশ কর্মকর্তারা এ পর্যন্ত বলে এসছেন যে বিমানে যে বোমা পাতা ছিল সে সম্পর্কে কোন প্রমাণ নেই।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন যে যোগাযোগ ব্যবস্থায় আড়িপাতা থেকে , এই বিমান বিধ্বংসের জন্য সম্ভবত ইসলামিক স্টেট দায়ী থাকতে পারে। ওদিকে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন যে খুব সম্ভবত বিমানে পাতা বিস্ফোরকের কারণেই এই বিমান বিধ্বস্ত হয়েছে।

রুশ সরকার বোমা রাখার এই তত্ত্ব নাকচ করে দিয়ে বলেছে বিমান বিধ্বস্তের কারণ চট করে বলা সম্ভব নয়। ক্রেমলিনের একজন মুখপাত্র দ্যমিত্রি পেসকফ আজ বলেন যে তদন্ত সম্পন্ন হবার আগে যে কোন সিদ্ধান্তই কেবল মাত্র অনুমান নির্ভর। মিশরের প্রেসিডেন্টের একজন মুখপাত্র ও কোন ধরণের উপসংহারে পৌঁছুনোর ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।

XS
SM
MD
LG