অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেইন সংকট ও ইউরোপীয় কমিশন


ইউরোপীয় কমিশনের প্রধান হোসে মানুয়েল বারোসো বলছেন, ইউক্রেইনের সংকট এমন পর্যায়ে চলে যাচ্ছে যেখান থেকে ফিরে আসার পথ থাকবে না। ইউক্রেইনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো ব্রাসেলসে, ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে এই সংকট নিয়ে আলোচনা করছেন।

রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের শক্তিবৃদ্ধি করা হচ্ছে এই প্রতিবেদনের প্রেক্ষিতে মিঃ বারোসো শনিবার একটি হুশিয়ারি জারি করেছেন। এই রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা পূর্ব ইউক্রেইনে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই অব্যাহত রেখেছে। মিঃ বারোসো বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে ইউরোপ তৈরি। তিনি বিশ্বাস করেন, এই বিচ্ছিন্নতাবাদীদের মদত দিচ্ছে রাশিয়া। অবশ্য, মিঃ বারোসো আরো বলেছেন, এখনও রাজনৈতিক সমাধানের পথ খোলা আছে।

ফ্রান্সের প্রেসিডেণ্ট ফ্রঁসোয়া ওলান্দ রাশিয়ার বিরুদ্ধে আরো এক দফা নতুন নিষেধাজ্ঞার পক্ষে বলেন। এর ফলে, যে চাপ সৃষ্টি হবে, তাতে তারা বিদ্রোহীদের সাহায্য করা বন্ধ করবে। প্রেসিডেণ্ট পোরোশেঙ্কো বলেছেন, আজ ইউক্রেইনের ওপর যে চাপ সৃষ্টি করা হয়েছে, তা অদূর ভবিষ্যতে ইউরোপের অন্যত্রও ছড়িয়ে পড়তে পারে।

XS
SM
MD
LG