অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের পুর্বাঞ্চলের শহর শ্লোভিয়ানস্কে সংঘর্ষ


A woman shouts and waves a Russian flag during the celebrations for the 70th anniversary of the liberation of Simferopol from fascist troops during the World War Two outside of the village of Kurtsy near Simferopol in Crimea April 13, 2014. REUTERS/Maxim
A woman shouts and waves a Russian flag during the celebrations for the 70th anniversary of the liberation of Simferopol from fascist troops during the World War Two outside of the village of Kurtsy near Simferopol in Crimea April 13, 2014. REUTERS/Maxim
রবিবার ইউক্রেনের পুর্বাঞ্চলের শহর শ্লোভিয়ানস্কে, ইউক্রেনের বিশেষ বাহিনী এবং রুশ পন্থী মিলিশিয়া, গুলি বিনিময় করে। দু পক্ষই হতাহতের খবর দেয়।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আর্সেন আভাকভ বলেছেন নিরাপত্তা বাহিনীর এক অফিসার নিহত হয় এবং আরও ৫জন আহত হয়। গত মাসে মস্কো, ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপ অঙ্গীভূত করার পর যে সব সংঘর্ষ হয়, এটা তার সর্ব সাম্প্রতিকতম। বন্দুক লড়াইয়ে অন্তত একজন রুশপন্থী সক্রিয়কর্মী নিহত এবং দুজন আহত হয়।

রুশপন্থী বন্দুকধারীরা প্রধানত রুশ জাতিগোষ্ঠির জনগন অধ্যুষিত ডনেটস্ক এবং ক্রামাটরস্ক শহরে সরকারি স্থাপনাগুলো এবং শ্লোভিয়ানস্ক পুলিশ স্টেশন দখল করার একদিন পর ইউক্রেনে অস্থিতিশীলতা আরও বাড়ে।

NATOর প্রধান Anders Fogh Rasmussen এক বিবৃতিতে বলেন ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তিনি খুবই খবই বিচলিত। তিনি রাশিয়ার প্রতি সঙ্কট হ্রাস করার এবং ইউক্রেন সীমান্তের কাছ থেকে সৈন্য প্রত্যহারের আহ্বান জানান।
XS
SM
MD
LG