অ্যাকসেসিবিলিটি লিংক

কিয়েভের পৌরসভা ভবন ত্যাগ করেছে প্রতিবাদকারীরা


ইউক্রেনের রাজধানী কিয়েভে সরকার বিরোধী প্রতিবাদকারীরা পৌর সভার ভবন ছেড়ে চলে গেছে। সরকার যে ক্ষমা মঞ্জুরের প্রস্তাব দিয়েছে তারই শর্ত হিসেবে তারা ঐ পদক্ষেপ নেয়।

সরকার আটক প্রতিবাদকারীদের মুক্তি দিলে রোববার দুমাসের অবস্থান ধর্মঘট শেষ হয়।

কিন্তু বিরোধী দলের নেতারা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, প্রেসিডেণ্ট ভিক্তর ইয়ানোকোভিচ পদত্যাগ না করা পর্যন্ত গণবিক্ষোভ অব্যাহত থাকবে।

ইউক্রেন কর্তৃপক্ষ ২৩৪জন আন্দোলনকারীকে জেল থেকে মুক্তি দেওয়ার পর উত্তেজনা প্রশমিত হয়। গত মাসে যে ক্ষমা মঞ্জুরের আইন পাশ হয় তারই অধীনে বন্দীদের মুক্তি দেওয়া হয়। এই আইনের আরেকটি শর্ত ছিল, যদি বিক্ষোভকারীরা রাজধানীর সরকারি ভবনগুলো থেকে সরে যায় তাহলে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়া হবে।

বিরোধী দলের একজন নেতা ওলেহ তিয়ানিবোক সরকারকে হুশিয়ার করেছেন, যদি মামলা তুলে নেওয়া না হয় তাহলে, প্রতিবাদকারীরা আবারও ভবনগুলোর দখল নেবে।
XS
SM
MD
LG