অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের সংসদ, পুর্বাঞ্চলে আরও স্বাওত্তশাসন দেওয়ার আইন প্রস্তাব অনুমোদন করেছে


Members of Ukraine's Parliament are seen in session in Kyiv Sept.16, 2014.
Members of Ukraine's Parliament are seen in session in Kyiv Sept.16, 2014.

মঙ্গলবার ইউক্রেনের সংসদ, একটি আইন প্রস্তাব অনুমোদন করেছে যার অধীনে দেশের পুর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোকে আরও স্বাওত্তশাসনের অধিকার দেওয়া হবে। এছাড়াও সরকারি বাহিনীর সঙ্গে সাম্প্রতিক লড়াইয়ে যারা সংশ্লিষ্ট ছিল তাদের অধিকাংশকেরই ক্ষমা মঞ্জুর করা হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো প্রস্তাবিত নতুন আইন প্রস্তাবের লক্ষ্য, ৫ মাস ধরে চলা সংঘাত যা দেশকে বিভাজিত করেছে তার অবসান ঘটানো।

রুশ পন্থী বিচ্ছিন্নতাবাদী নেতারা এই পদক্ষেপের গুরুত্বকে সেরকম গুরুত্ব দিচ্ছেন না। আ্যালেকজ্যান্ডার জাকহারাচেঙ্কো হচ্ছেন স্বঘোষিত ডনেটস্ক গণ প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী। তিনি রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আর আই এ কে বলেছেন ওই আইন প্রস্তাব আইন হওয়ার আগে, প্রেসিডেন্ট পোরোশেঙ্কোকে তাতে সাক্ষর দিতে হবে এবং তা প্রকাশ করতে হবে। তিনি বলেন আমরা তখন সেটিকে রুশ ভাষায় অনুবাদ করবো, খতিয়ে দেখবো এবং আমাদের মতামত দেবো।

XS
SM
MD
LG