অ্যাকসেসিবিলিটি লিংক

বিদ্রোহীরা যে ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর দখল করেছে, প্রেসিডেন্ট তার সমালোচনা করেছেন


Ukrainian President Petro Poroshenko told a late-night meeting of his national security council that six soldiers were killed during the withdrawal from Debaltseve and more than 100 were injured, in Kyiv, Feb. 18, 2015.
Ukrainian President Petro Poroshenko told a late-night meeting of his national security council that six soldiers were killed during the withdrawal from Debaltseve and more than 100 were injured, in Kyiv, Feb. 18, 2015.

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন রুশপন্থী বিদ্রোহীরা ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর যে দখল করেছে তা আন্তর্জতিক ভাবে মধ্যস্থতা করা অস্ত্র বিরতি লঙ্ঘন করে। তিনি সুস্পষ্ট নিশ্চয়তার ডাক দিয়েছেন যদি আবার অস্ত্র বিরতি লঙ্ঘিত হয়।

বৃহস্পতিবার রাশিয়া, জার্মানী এবং ফ্রান্সের নেতাদের সঙ্গে টেলিফোন সংলাপের সময় প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো ওই মন্তব্য করেন। প্রেসিডেন্টের দফতর থেকে প্রকাশিত বিবৃতিতে ও কথা বলা হয়েছে।

বুধবার কিয়েভ ইউক্রেনের হাজার হাজার সেনাকে ডিবল্টসিভ থেকে চলে যাওযার নির্দেশ দিয়েছে।

বিচ্ছিন্নতাবাদীদের শক্তঘাটি লুহানস্ক এবং ডনেটস্কের মধ্যে রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ শহর হচ্ছে ডিবল্টসিভ

XS
SM
MD
LG