অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেন বিষয়ে আলোচনা করছেন


U.S. Secretary of State John Kerry (L) shakes hands with Russian Foreign Minister Sergei Lavrov before their meeting at the Russian ambassador's residence in Paris March 30, 2014.
U.S. Secretary of State John Kerry (L) shakes hands with Russian Foreign Minister Sergei Lavrov before their meeting at the Russian ambassador's residence in Paris March 30, 2014.
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কেরী এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারগেই ল্যাভরভ রবিবার প্যারিসে সাক্ষাৎ করছেন। তারা ইউক্রেনের সমাধান বিষয়ে নিয়ে আলোচনা করছেন।

কেরী এবং ল্যাভরভ প্যারিসে রুশ রাষ্ট্রদূতের বাড়িতে বৈঠকে বসেন। এর আগে শুক্রবার প্রেসিডেন্ট ওবামা এবং প্রেসিডেন্ট পুটিন ক্রাইমিয়া উপদ্বীপের একটা রাজনৈতিক সমাধানের বিষয়ে টেলিফোনে আলাপ করেন। রাশিয়া, ক্রাইমিয়া উপদ্বীপকে একীভূত করেছে।

সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার সেনারা, ট্যাংক বহর, এবং রণতরী ইউক্রেনের সীমান্তের কাছে মোতায়েন হয়েছে ও তাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিন্তু শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে ল্যাভরভ বলেছেন তার দেশের, ইউক্রেনে সৈন্য পাঠানোর কোন অভিপ্রায় নেই।

তিনি বলেন তিনি মনে করেন ইউক্রেনে স্থিতিশীলতা অর্জনের একমাত্র পথ হচ্ছে আঞ্চলিক সরকারগুলোকে আরও স্বায়ত্ব শাসন দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারের একটা মতৈক্যে পৌছানো।
XS
SM
MD
LG