অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন এবং রুশ পন্থি বিচ্ছিন্নতাবাদীরা শনিবার নতুন দফা শান্তি আলোচনা শুরু করেছে


ইউক্রেন এবং রুশ পন্থি বিচ্ছিন্নতাবাদীরা শনিবার নতুন দফা শান্তি আলোচনা শুরু করেছে, যদিও দেশের পুর্বাঞ্চলে লড়াই চলছে এবং এতে সৈন্য ও অসামরিক লোকেরা হতাহত হচ্ছে।

বিদ্রোহী নিয়ন্ত্রত দনেতস্ক অঞ্চলের পপুলিশ প্রধান বলছেন যে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ইউক্রেনের পুর্বাঞ্চলীয় একটি শহরে লড়াইয়ের সময়ে ১২ জন অসামরিক লোক নিহত হয় ১৫ জন সৈন্য মারা যায়।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ইউক্রেনের পুর্বাঞ্চলীয় একটি শহরে লড়াইয়ের সময়ে ১৫ জন সৈন্য মারা যায় । Stepan Poltorak শনিবার বলেন যে সরকার নিয়ন্ত্রিত দেবাল্তসিভ শহরে সৈন্য এবং রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে দূর্ধর্ষ লড়াইয়ে তিরিশ জন সৈন্য আহত হয়। এই শহরটি দুটি বিদ্রোহী কেন্দ্রের মধ্যে সংযোগ স্থাপন করেছে।

বিদ্রোহীরা জানায় যে তারা শহরে সরকারী গ্যারিসান ঘেরাও করে নেয় এবং নিকটবর্তী আরেকটি শহর দখল করে নেয়। নিরপেক্ষ কোন সুত্র থেকে অবশ্য এই দাবি সমর্থন করা হয়নি।

XS
SM
MD
LG