অ্যাকসেসিবিলিটি লিংক

• ইউক্রেনের অন্তবর্তী প্রেসিডেন্টের আবারও অভিযান শুরু করার নির্দেশ


রুশ পন্থিরা মুখোশ পরে ইউক্রেনের সরকারী ভবন দখল করে রেখেছে
রুশ পন্থিরা মুখোশ পরে ইউক্রেনের সরকারী ভবন দখল করে রেখেছে
ইউক্রেনের অন্তবর্তী প্রেসিডেন্ট ওলেকসান্দার তুরচিনফ নিরাপত্তা বাহিনীকে ইউক্রেনের পূর্বাঞ্চলে তাদের সন্ত্রাস বিরোধী তৎপরতা আবারও শুরু করার আদেশ দিয়েছেন। এর আগে তাঁর নিজের দলের একজন স্থানীয় রাজনীতিক এবং আরও একজনকে নির্যাতন করে হত্যা করা হয়।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের রাজধানী ছেড়ে চলে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মঙ্গলবার এই আদেশ দেওয়া হয়। তিনি মস্কোর প্রতি আহ্বান জানান যে ইউক্রেনের ভেতরে সশস্ত্র রুশ পন্থি বিচ্ছিন্নতাবাদীদের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করার প্রতিশ্রুতির প্রতি মস্কো সরকার যেন সম্মান প্রদর্শন করে। সৈন্যদের আবারও অভিযান চালানোর এই নির্দেশ প্রদানের আগে এ রকম খবর পাওয়া গেছে যে পুর্বাঞ্চলের Slovyansk শহরে , ইউক্রেন বিমান বাহিনীর একটি বিমানে গুলি করা হয়।

পুর্বাঞ্চলের প্রধানত রুশ ভাষী এলাকা থেকে বিচ্ছিন্নতাবাদীদের নিরস্ত করতে্ ইউক্রেনের প্রথম প্রচেষ্টা গত সপ্তায় ব্যর্থ হয়। সেই থেকে জিনিভায় চতুর্পাক্ষিক চুক্তি সই হবার পর ইউক্রেনের সৈন্যরা তেমন তৎপর হয়নি।
XS
SM
MD
LG