অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের প্রধানমন্ত্রী বিধ্বস্ত মালায়েশিয়ান বিমানের তদন্তের ভার নেদারল্যান্ডসকে দেওয়ার প্রস্তাব দিয়েছেন


Armed pro-Russian separatists stand guard at a crash site of Malaysia Airlines Flight MH17, near the village of Hrabove, Donetsk region, July 20, 2014.
Armed pro-Russian separatists stand guard at a crash site of Malaysia Airlines Flight MH17, near the village of Hrabove, Donetsk region, July 20, 2014.

ইউক্রেনের প্রধানমন্ত্রী আরসেনিই ইয়াটসেনইউক, বিধ্বস্ত মালায়েশিয়ান বিমানের তদন্তের ভার নেদারল্যান্ডসকে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। ওই বিপর্যয়ে নেদারল্যান্ডসেরই সবচাইতে বেশি ক্ষতি হয়েছে।

সোমবার কিয়েভে এক সাংবাদিক সম্মেলনে মি ইয়াটসেনইউক রুশ পন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বিমান ভূপাতিত করার জন্য, তিনি তাদেরই দোষারোপ করেন। তিনি আরও বলেন মস্কো ভুল পক্ষকে সমর্থন দিচ্ছে।

ইতিমধ্যে নেদারল্যান্ডসের তিন তদন্তকারী ঘটনাস্থলে পৌছান। তদন্তকারী টিমের প্রধান বলেছেন বিমান বিধ্বস্ত হওয়ার চার দিন পরে মৃতদেহগুলো ভাল অবস্থায় আছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার এক প্রস্তাবে ভোট নেবে। আন্তর্জাতিক তদন্তকারীদের ঘটনাস্থলে যাওয়ার দাবী জানানো হয়েছে ওই প্রস্তাবে।

XS
SM
MD
LG