অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের প্রেসিডেন্ট রুশপন্থি বিক্ষোভকারীদের ক্ষমা করার প্রতিশ্রুতি দিলেন


ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট অলেকসান্দার তুরচিনফ , রুশ পন্থি বিক্ষোভকারীদের ক্ষমা প্রদর্শনের প্রতিশ্রুতি দিয়েছেন যদি তারা তাদের অস্ত্র পরিহার করে এবং পুর্বাঞ্চলের দুটি শহরে অবরোধ করা সরকারী ভবনগুলো ছেড়ে চলে যায়।

তিনি আজ বলেন যে তিনি প্রেসিডেন্টের ফরমানে এই প্রতিশ্রুতির কথা আনুষ্ঠানিক ভাবে উল্লেখ করতে চান। বিক্ষোভকারীদের তরফ থেকে এ ব্যাপারে কোন জবাব পাওয়া যায়নি। তারা দাবী করছে ইউক্রেনকে ভাগ করে , রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত হবার ব্যাপারে একটি গণভোট যা কীনা গত মাসে ক্রাইমিয়ার গণভোটের মতোই ব্যাপার।

ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী আর্সেন আভাকফ বুধবার বলেছিলেন যে ইউক্রেন সরকার আলোচনার মাধ্যমে অথবা শক্তি প্রয়োগ করে ঐ ভবনগুলোকে দখলমুক্ত করবে।

এ দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপীয় নেতাদের কাছে লেখা একটি চিঠিতে এ রকম ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়ার কাছে ইউক্রেনের গ্যাসের ঋণের বিষয়টির নিস্পত্তি না হলে , ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার প্রকৃতিক গ্যাস পাঠানোতে বিঘ্ন ঘটতে পারে
XS
SM
MD
LG