অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনে দুপক্ষ অস্ত্রবিরতি লংঘনের জন্যে পরস্পরকে দায়ী করছে


ইউক্রেইনের সরকার এবং রুশ সমর্থিত বিদ্রোহীরা অস্ত্রবিরতি লংঘনের জন্যে পরস্পরকে দোষারোপ করছে।

ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী পাভলো ক্লিমকিন সোমবার বলেছেন, ডনেটস্ক এবং লুহান্সকে ইউক্রেইনিও বাহিনী গতকাল ১শ ১২ বার বিদ্রোহীদের গোলাগুলির কবলে পড়েছে।

সামরিক বাহিনী বলছে, ডেবাল্টসিভে বিদ্রোহী হামলা বেড়েছে, যেখানে বিচ্ছিন্নতাবাদীরা নানা ধরনের অস্ত্র ব্যবহার করছে। একজন রয়টার্স সংবাদদাতা ডেবাল্টসিভের ১০ কিলোমিটার পশ্চিমে ব্যাপক বোমা হামলার খবর দিয়েছেন। প্রতি ১০ সেকেন্ড পরপরই সেখানে বিস্ফোরণ ঘটছিল।

বিদ্রোহীদের নেতা এডুয়ার্ড বাসুরিন সোমবার বলেছেন, সরকারী বাহিনী ডনেটস্ক এবং হরলিভকার বাইরে বোমা হামলা চালিয়েছে।

XS
SM
MD
LG