অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন বলেছে নোভোয়াজোভস্ক’র দখল নিয়েছে রুশ সেনাবাহিনী


ইউক্রেন বলেছে দেশের দক্ষিন-পূর্ব সীমান্ত শহর নোভোয়াজোভস্ক’র দখল নিয়েছে রুশ সেনাবাহিনী। ইউক্রেনের নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদ বৃহস্পতিবার টুইটারে এই বার্তা প্রচার করে বলেছে রুশবাহিনী আশেপাশের বেশ কিছু গ্রামেও তাদের দখল প্রতিষ্ঠা করেছে।

এই অবস্থার কারণে ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো তুরস্ক সফর বাতিল করে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের বৈঠক ডেকেছেন। এক বিবৃতিতে পোরোশেংকো বলেছেন ডোটেনস্ক অঞ্চলের পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। তিনি বলেন এভাবেই মূলত: রুশ বাহিনীকে ইউক্রেনে আনা হচ্ছে।

ইউরোপের অর্গানাইজেশন ফর সিকিউরিটি এ্যান্ড কো-অপরেশন OSCE তে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত আইহোর প্রোকোপচুক Ihor Prokopchuk এই ঘটনাকে মস্কোর সরাসরি অধিক্রম বলে অভিহিত করেছেন। তবে OSCE’র রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কেলিন বলেছেন কোনো রুশ সৈন্য ইউক্রেন সীমান্ত অতিক্রম করেনি।

ভিয়েনায় OSCE সদস্যদের বৈঠকে তারা এসব মন্তব্য করেন। তবে OSCE তে যুক্তরাষ্ট্র মিশনের পক্ষ থেকে এক টুইটার বার্তায় বলা হয়েছে ইউক্রেনে রাশিয়ার আইন লংঘনের বিষয়টিই হবে OSCE বৈঠকের মূল আলোচ্য বিষয়।

XS
SM
MD
LG