অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মানীর পররাষ্ট্রমন্ত্রী য়ুক্রেইন সফর করছেন সরকার ও রাশিয়া সমর্থকদের আলোচনায় মদত দিতে


জার্মানীর পররাষ্ট্রমন্ত্রী য়ুক্রেইন সফর করছেন।য়ুক্রেইনের পূর্বাঞ্চলের দু’টি অংশ স্বাধীনতা ঘোষনা করবার পর য়ুক্রেইন সরকার ও রাশিয়া সমর্থক বিচ্ছিন্নতাবাদিদের মধ্যে যে আলোচনা হবার কথা সেই তারই সূচনায় মদত দিতে সাহায্য করবেন তিনি।
জাতীয় সংলাপে সহায়তা জোগাতে জার্মানীর Frank-Walter Steinmeier সংঘাত বিক্ষুদ্ধ দেশটিতে পৌঁছোন আজ মঙ্গলবার।য়ুরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা osce-র প্রণীত পরিকল্পনারই অংশ বিশেষ এই সংলাপ।য়ুক্রেইনের পূর্বাঞ্চলবর্তী Donetsk স্বাধীনতা ঘোষনা করে সোমবারে এবং এখন তারা রাশিয়ার অংশ হবার জন্যে মস্কোর আশীর্বাদ প্রার্থনা করছে।পূর্বাঞ্চলেরই Lohansk জনপদের রাশিয়া পন্থি নেতাও অঞ্চলটির স্বাধীনতা ঘোষনা করেছেন।
য়ুক্রেইনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে- পশ্চিমা দেশগুলোর এবং য়ুক্রেইনের সংস্থাসমুহের সমীক্ষায় দেখা যাচ্ছে-পূর্বাঞ্চলে বসবাসকারী বিপুল জনগোষ্ঠী অবিভক্ত য়ূক্রেইনের পক্ষপাতি।
য়ুক্রেইনের আঞ্চলিক অখন্ডতা বিনস্ট করার উদ্যোগ খতম করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মূন।
যুক্তরাষ্ট্র ও য়ুরোপিয় য়ুনিয়ন বলছে-রবিবারের ভোট-ফলাফল তারা মানে না।
XS
SM
MD
LG