অ্যাকসেসিবিলিটি লিংক

য়ুক্রেইন বাহিনী রাশিয়ার সমর্থক বিচ্ছিন্নতাবাদিদের বিরুদ্ধে লড়ছে


য়ুক্রেইন সরকারের বাহিনী রাশিয়ার সমর্থক বিচ্ছিন্নতাবাদিদের বিরুদ্ধে লড়ছে য়ূক্রেইনের পূর্বাঞ্চলে । রাশিয়ার সীমান্ত থেকে বেশি দূরে নয় ঐ অঞ্চলটি ।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরফ ইতিমধ্যে,-য়ূক্রেইনের ঐ পূর্বাঞ্চলেই একটি মানবিক করিডর গঠনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাবে।লাভরফ সাংবাদিকদের বলেন- ঐ অঞ্চলে যে হানাহানি চলছে প্রস্তাবে তার অবসানেরও আহ্বান জানানো হচ্ছে।ঐ হানাহানি ক্রমশ:ই আরো বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।বেশ কিছুদিন ধ’রেই পশ্চিমা সতীর্থরা বলে আসছেন-য়ুক্রেইনের প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেলেই পরিস্থিতি শান্ত হবে। কিন্তু সব কিছু তো সেই আগের মতোই চলছে।বলেন তিনি।
প্রেসিডেন্ট পদে নির্বাচিত পেট্রো পোরোশেনকো ২৫ মে’র ভোটে জয়ি হয়েছেন।ইতিমধ্যে রাশিয়ার রাষ্ট্র পরিচালিত গ্যাস কোম্পানী গ্যাযপ্রম-য়ুক্রেইনের গ্যাস সরবরাহ বন্ধের বিষয়টি বিলম্বিত করেছে।এই গ্যাস সরবরাহ য়ুরোপের অন্যান্য অঞ্চলকেও প্রভাবিত করতে পারে।
XS
SM
MD
LG