অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার সমর্থক বিচ্ছিন্নতাবাদিদের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করেছে য়ুক্রেইন


য়ুক্রেইনের বাহিনী,রাশিয়ার সমর্থক বিচ্ছিন্নতাবাদিদের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করেছে- এটা ঘটেছে,একপাক্ষিক অস্ত্র বিরতির মেয়াদ উত্তীর্ণ হবার কয়েক ঘন্টা পর।য়ুক্রেইনের প্রেসিডেন্ট পেটরো পোরেশেনকো বিদ্রোহিদের কবল থেকে হৃত এলকা পুরূদ্ধারের প্রত্যয় ব্যক্ত করে বলেন-আমরা এগিয়ে যাবো-আমাদের যায়গা মুক্ত করবো আমরা-সন্ত্রাসী-বিদ্রোহি-লুটেরাদের জন্যে আমাদের জবাব এই অস্ত্রবিরতি নবায়ন না করা।(এ্যাক্ট)

যুক্তরাষ্ট্র এবং য়ুরোপিয় মিত্র দেশগুলো দূর্বৃত্তদের অস্ত্র সজ্জিত করার দায়ে অভিযুক্ত করেছে রাশিয়াকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটীন সরাসরি দায়ি করেছেন পেটরো পোরেশেনকোকে- এ লড়াই নতুন করে শুরুর দায়ে।(এ্যাক্ট)

কিয়েভের ইন্টারফ্যাক্স-য়ুক্রেইন বার্তা সংস্থা পূর্বাঞ্চলের ক্রামাটর্সক শহরের বিচ্ছিন্নতাবাদিদের যেসব উক্তি উদ্ধৃত করেছে তাতে তারা বলছে- সংগ্রাম শুরু হয়েছে।

ভঙ্গুর যে অস্ত্র সম্বরণের মেয়াদ উত্তীর্ণ হয় সোমবার রাতে, সেটা করা হয়েছিলো যাতে বিচ্ছিন্নতাবাদিরা অস্ত্র পরিহারের সুযোগ পায় এবং ক্ষমা মঞ্জুরি ও আঞ্চলিক নির্বাচন নিয়ে ব্যাপক-বিস্তৃত প্রেক্ষিতে নিস্পত্তি আলোচনা আরম্ভ করা যায়।কিন্তু বিদ্রোহিরা অস্ত্র পরিহার করেনি এবং জুনের ২০ তারিখ ঘোষিত অস্ত্র বিরতি লংঘিত হওয়ার বিস্তর দৃষ্টান্ত তুলে ধরেন কিয়েভ সরকার।

XS
SM
MD
LG