অ্যাকসেসিবিলিটি লিংক

য়ুক্রেইনের পূর্বাঞ্চলে,লুহান্সকের কাছাকাছি লড়াই বেড়েছে সোমবারে


য়ুক্রেইনের পূর্বাঞ্চলে,লুহান্সকের কাছাকাছি লড়াই বেড়েছে সোমবারে-ইতিমধ্যে, সরকারি বাহিনী, হালের ক’ মাসে রাশিয়া সমর্থক বিচ্ছিন্নতবাদিরা যে ভূখন্ডের ওপর কব্জা জমিয়েছিলো তা পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

বিদ্রোহি সেনারা য়ুক্রেইন সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে। এরই কিছু আগে য়ুক্রেইনের আরক্ষা বিভাগের কর্মকর্তারা তাদের একটি আন্তোনভ AN 26 বিমানের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা বলেছিলো।

রয়টার্স বার্তা সংস্থার ভিডিও চিত্রে লুহান্সকের অদূরে য়ুক্রেইনের সাঁজোয়া যানবাহন ধংস হতে দেখা গিয়েছে।

সপ্তাহান্তে,লুহান্সকের বহি:পরিসীমা ভেদের অভিযান শেষে য়ুক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি জানায় – সরকারি বাহিনী,বিদ্রোহি দখলিত প্রায় ৪ লক্ষ ২৮ হাজার বাসিন্দার ঐ শহরের চারপাশের গ্রামগুলোর নিয়ন্ত্রণ কব্জা করেছে।

দেশের পূর্বাঞ্চলে,বিচ্ছিন্নতাবাদিদের হাত মজবুত করতে রাশিয়ার সামরিক বাহিনীর কর্তাব্যক্তিরা তাদের সঙ্গে মিলে লড়ছে বলে য়ুক্রেইনের প্রেসিডেন্ট পেটরো পোরোশেনকো অভিযোগ করেছেন।

XS
SM
MD
LG