অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে ছয় মাসে ১৬০০ জন নিহত: জাতিসংঘ


জাতিসংঘ বলেছে, এ বছরের প্রথম ৬ মাসে আফগানিস্তানে ৫ হাজারের বেশি অসামরিক মানুষ হতাহত হয়। এর মধ্যে নিহতদের সংখ্যা ১৬০০। ২০১৫ সালের তুলনায় হতাহতের সংখ্যা ৪ শতাংশ বৃদ্ধি পায়।

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন UNAMA যখন থেকে এই পরিসংখ্যান সংগ্রহ করছে, অর্ধেক বছরে হতাহতের সংখ্যা এবারই ছিল সবচাইতে বেশি।

UNAMAর প্রধান তাদামিচি ইয়ামামোটো সোমবার কাবুলে এক সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করে বলেন যে, সংঘাতের সকল পক্ষ, অসামরিক লোকজনদের রক্ষা করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পালন করতে ব্যর্থ হয়েছে।

প্রকৃত পরিবর্তনের প্রেক্ষিতে সব পক্ষকে পদক্ষেপ নিতে হবে।

হতাহতের এক তৃতীয়াংশ হচ্ছে শিশু।

XS
SM
MD
LG