অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান, সিরিয়া এবং উত্তর কোরিয়ার অস্ত্র চুক্তিতে বাধা প্রদান



জাতিসংঘ বিশ্বব্যাপী ৭ কোটি ডালারের অস্ত্র বানিজ্যের ওপরে নিয়ন্ত্রণের লক্ষ্যে যে চুক্তি করতে চাইছে তাতে ইরান, সিরিয়া এবং উত্তর কোরিয়া বাধা প্রদান করেছে।

জাতিসংঘ সদর দপ্তরে বৃহস্পতিবার খসড়া ঐ চুক্তিটির সমর্থন লাভের জন্য সর্বসম্মতিক্রমে আলোচনা হয়। জোটবদ্ধ কয়েকটি দেশ বলছে খুবশিঘ্রী তারা এই বিলটি জাতি সংঘের সাধারণ পরিষদের উত্থাপন করবে।

চুক্তিতে অস্ত্র আমদানী, রপ্তানি এবং অস্ত্র স্থানান্তরে সম্পর্কে একটি আন্তর্জাতিক বিধি আরোপিত হবে। ঐ চুক্তিতে মানবিক অধিকার লঙ্ঘন অথবা সন্ত্রাসের জন্য যাতে অস্ত্র ব্যাবহার না করা হয় সেটাও জোরদার করা হবে।

ইরান, সিরিয়া এবং উত্তর কোরিয়া বলছে, খসড়া চুক্তিটি অসামাঞ্জস্য, রাজনৈতিক প্রণদিত এবং তাদের দেশের প্রয়োজনে তা পর্যাপ্ত নয়।
XS
SM
MD
LG