অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনে অস্ত্র বিরতির আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন


জাতিসংঘ মহাসচিব বান কি-মুন ইয়েমেনে অতিসত্বর অস্ত্র বিরতির আহ্বান জানিয়েছেন। সেখানে সৌদী আরব পরিচালিত কোয়ালিশন বাহিনী শিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান অভিযান চালাচ্ছে।

মিঃ বান, ওয়াশিংটনে বৃহষ্পতিবার এক ভাষনে সতর্ক করে বলেছেন যে ‘ইয়েমেন জ্বলছে এবং জাতিসংঘ প্রস্তাব উভয় পক্ষের জন্য গৃহিত হয়েছে যাতে তারা সহিংসতা বন্ধ করে আলোচনায় অংশ নেয়।

দীর্ঘদিন ধরে লড়াই চালুক তা জাতিসংঘ সমর্থন করে না কারন এতে করে আঞ্চলিক স্থাতিশীলতার উপরে ভয়ঙ্কর প্রভাব পরে। তারা কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানকেই সব চাইতে উত্তমপন্থা হিসেবে বিবেচনা করে থাকে।

তিন সপ্তাহ আগে, হুথী বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদী আরব পরিচালিত কোয়ালিশন বাহিনীর বিমান অভিযান শুরুর পর থেকে এপর্যন্ত অন্তত ৭’শ মানুষ প্রাণ হারিয়েছেন। মনে করা হয় যে ইরান হুথীদের মদদ জোগাচ্ছে।

XS
SM
MD
LG