অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের মহাসচিবের রাশিয়া সফরঃ সিরিয়া শান্তি আলোচনা



জাতিসংঘের মহাসচিব বান কি মুন রাশিয়া সফর করছেন। সিরিয়া বিষয়ে আগামি মাসে যে শান্তি আলোচনার কথা রয়েছে, তার “গতিশীলতা যাতে না কমে” সেদিকে দৃষ্টি রাখা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

মিঃ বান শুক্রবার সংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি এবং রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সারগেয়ি লাভরভের মধ্যকার সাম্প্রতিকতম আলোচনা এতে আরো গতির সঞ্চার করেছে এবং সেটা নষ্ট না করে বরং আরো বাড়াতে হবে।

তিনি আরো বলেন, সিরিয়ার প্রেসিডেণ্ট বাসার আল আসাদ বিদ্রোহীদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যাবহার করেছেন বলে যে আভিযোগ তার তদন্তের জন্য জাতিসংঘ দল যেকোন সময় প্রস্তুত আছে।

সিরিয়া বিষয়ে আলোচনার জন্য মিঃ বান কৃষ্ণ সাগড় উপকূলের অবকাশ যাপন কেন্দ্র “সোচীতে” রয়েছেন---রাশিয়ার প্রসিডেন্ট ভ্লাদীমির পুটিনের সংগে সাক্ষাত করবেন।

২০১১ সালের মার্চ মাস থেকে সিরিয়ায় সংঘাতে শুরু হয় এবং এ পর্যন্ত অন্তত ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে
XS
SM
MD
LG