অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ মহাসচীব বর্মার গনতন্ত্রকামী নেত্রী অন সান সূ চীর প্রতি সাধুবাদ ব্যক্ত করেছেন ।


জাতিসংঘ মহাসচীব বান কি মূন বর্মার নব-নির্বাচীত সাংসদ এবং গনতন্ত্রকামী নেত্রী অন সান সূ চীর প্রতি সাধুবাদ ব্যক্ত করেছেন , অন সান সূ চী দেশের সামরিক প্রাধ্যান্যের সংসদ বয়কটের সিদ্ধান্ত পাল্টাতে সম্মত হওয়ার কারনে ।

মি:বান এসব মন্তব্য করেন মঙ্গলবার , যখন কিনা তিনি বর্মার বানিজ্যিক রাজধানী রেঙ্গুনে নোবেল পুরস্কার জয়ী নেতীরির সঙ্গে তাঁর হ্রদ তীরবর্তি বাসভবনে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ।

সোমবার , অন সান সূ চী এবং তাঁর পার্টী বিরোধী দলীয় ন্যাশনাল ডেমোক্রেসী লীগ NLD ঘোষনা করে যে তাঁরা বুধবার প্রথমবারের মতো সংসদে উপস্থিত হয়ে শপথ গ্রহন করবেন ।

এর আগে সংবিধানের সূরক্ষার প্রত্যয় বিষয়ে পূর্বতন সামরিক শাসকদের লেখা কিছু কথায় আপত্তি জানিয়ে NLD শপথ গ্রহনে অসম্মতি জানিয়েছিলো ।

XS
SM
MD
LG