অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্রতিবেদন


জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতিসংঘের একটি প্যানেল বলছে, ২১০০ সালের মধ্যে পৃথিবীকে তার গ্রিনহাউস গ্যাসের পরিমাণ শূণ্যতে নামিয়ে আনতে হবে। তা নইলে জলবায়ুতে তার মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে।

গত ১৩ মাস ধরে ৮শরও বেশি বিজ্ঞানীর গবেষণার ওপর ভিত্তি করে রোববার কোপেনহেগেনে একটি সংশ্লেষণ প্রতিবেদন প্রকাশ করা হয়। বলা হচ্ছে, জলবায়ু পরিবর্তনকে ঘিরে এই সবচেয়ে বড় গবেষণা।

এই প্রতিবেদনে বলা হয়েছে, ২১০০ সালের মধ্যে যদি জীবাশ্ম জ্বালানীর অনিয়ন্ত্রিত ব্যবহার না হ্রাস করা হয় তাহলে, তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রীর মধ্যে রাখা যাবে না। আশংকা করা হচ্ছে, তখন জলবায়ুর যে পরিবর্তন হবে, তা জনপদ এবং ইকোসিস্টেমের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলবে।

XS
SM
MD
LG